Header Ads

Header ADS

আজকের ফুটবল সংবাদ

আজ সোমবারের শিরোনাম একনজরে দেখে নিনঃ  ফুটবল সংবাদ ⚽

🔘 বার্সেলোনা ফুটবল নিউজঃ

 ১) আরো একটি হতাশার ম্যাচ বার্সার। সর্বশেষ ৪ ম্যাচে সম্ভাব্য ১২ পয়েন্ট থেকে মাত্র ৪ পয়েন্ট অর্জন করেছে বার্সেলোনা। গতরাতে লা লীগার ৮ম রাউন্ডের ম্যাচে মেস্টায়াতে লিও মেসির একমাত্র গোলে ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করেছে আমাদের বার্সেলোনা। খেলার ২ মিনিটের মাথায় ডিফেন্সের ভুলে বার্সা পিছিয়ে গেলেও মেসি গোল করে বার্সাকে হার থেকে রক্ষা করে।

২) ৮ম রাউন্ডের খেলা শেষে সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে লা লীগা পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে সেভিয়া। গতরাতে ভ্যালেন্সিয়া সঙ্গে ১-১ গোলে ড্র করে ২ পয়েন্ট খুইয়ে পয়েন্ট টেবিলের (১৫ পয়েন্ট নিয়ে) দ্বিতীয় স্থানে নেমে এসেছে আমাদের প্রাণের ক্লাব বার্সেলোনা। বার্সার সমান ১৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। অালাভেজের কাছে হেরে হেড টু হেড পিছিয়ে থেকে সমান ১৪ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে রিয়াল মাদ্রিদ, ৪র্থ স্থানে ডিপোর্টিভো আলাভেজ।

৩) পরবর্তী ম্যাচে ২১ অক্টোবর ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে সেভিয়ার মুখোমুখি হবে আমাদের বার্সেলোনা। সেই ম্যাচে জিতলেই আবারো লা লীগার পয়েন্ট টেবিলের শীর্ষ্যে উঠে আসবে বার্সেলোনা।

৪) ডি-বক্সের বাহির থেকে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড করলেন লিওনেল মেসি, ১০২টি। দ্বিতীয় রোনালদোর  ১০১ টি। রোনালদোর রেকর্ড ভাঙ্গতে মেসি ১৪৮টি ম্যাচ কম খেলেছে রোনালদো থেকে।

৫) মেসি গত ১০সিজনে ডি-বক্সের বাহির থেকে টোটাল ৫৭ টি গোল করেছে, যাকিনা টপ ফাইভ লীগের মধ্যে সর্বোচ্চ।

৬) ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সেলোনা মিডফিল্ডার আর্থার মেলো টোটাল ১৪২টি পাস দেয়ার চেষ্টা করেন যা ২০১২ সালে লেভান্তের বিপক্ষে এওয়ে ম্যাচে বার্সেলোনা লিজেন্ড জাভি হার্নান্দেজের ১৪৮টি পাসের পর লা লীগায় সর্বোচ্চ পাস। গত রাতে অার্থারের ১৪২টি পাসের মাঝে (৯৫% সফল) ১৩৫টি সঠিক পাস ছিলো যা ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচেও সর্বোচ্চ।

৭) মিডিয়ার খবর অনুযায়ী বার্সেলোনা এই ইন্টারন্যাশনাল ব্রেকের সময় আলবার চুক্তি রিনিউ নিয়ে কাজ শুরু করবে।

৮) বুন্দেসলীগায় অসাধারণ পারফরমেন্সের জন্য ডর্টমুন্ডে লোনে থাকা বার্সেলোনা প্লেয়ার পাকো আলকাচারকে স্পেনের জাতীয় দলে ডাক দিয়েছে সাবেক বার্সা কোচ লুইস এনরিকে।

৯) পাকো আলকাচার জানিয়েছেন যে তিনি ডর্টমুন্ডে উপভোগ করছেন ও তিনি সেখানে সামনের বছরও থাকতে ইচ্ছুক।

১০) জেরার্ড পিকে (ম্যাচ শেষে): "অনেক দর্শকই মনে করে বার্সেলোনা গোল খাওয়ার পেছনে আমিই দায়ী আর এটা শুধু মাদ্রিদিস্তারা নয় অনেক বার্সা সমর্থকদেরও অভিমত, তাদের বলতে দিন আমি মাঠেই জবাব দেব।"

১১) লিও মেসি বনাম ভ্যালেন্সিয়াঃ ৯০ মিনিট খেলেছে, গোল ১ টা, শর্ট অন টার্গেট দুইটা, ড্রিবল করেছে ৭ বার তার মধ্যে ৪ টা সাকসেস হয়েছে, কি পাস ২ টা, অ্যাকুরেট পাস ৬৮ টা মানে ৮১%, ডাবল পাসিং, লং বল ৬ টা দিছে ৪ টা সাকসেস হয়েছে।

১২) আল্ট্রাস্নোগ্রাফির রিপোর্ট অনূযায়ী লুইস সুয়ারেজের তৃতীয় সন্তান পৃথিবীর আলো দেখবে আগামী ১২ অক্টোবর।  একারণেই ইন্টারন্যাশনাল ব্রেকে উরুগুয়ের হয়ে খেলবেনা সুয়ারেজ।

১৩) Rac1 কাতালুনিয়ার রেডিওর মতে, ভ্যালেন্সিয়া বনাম বার্সেলোনা ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে লিওনেল মেসি।

১৪) ইভান রাকিটিচ (ম্যাচ শেষে প্রতিক্রিয়ায়): "এটা লজ্জার যে আমরা ৩ পয়েন্ট জিততে পারি নাই।"

১৫) ৮ম রাউন্ডের খেলা শেষে লা লীগার টপ স্কোরারঃ স্টুয়ানি ৮ গোল (জিরোনা), আন্দ্রেস সিলবা ৭ গোল (সেভিয়া), লিও মেসি ৬ গোল (বার্সেলোনা), আসপাস ৫ গোল (সেল্টা ভিগো)।

১৬) লাস্ট ৬ ম্যাচে একটানা বার্সেলোনার হয়ে গোল করতে পারেনি লুইস সুয়ারেজ।

১৭) অষ্টম রাউন্ড শেষে স্প্যানিশ লীগে ৮ ম্যাচে ৬ গোল করে ৩ নম্বরে আছেন বস লিওনেল মেসি। এবং ৪ অ্যাসিস্ট করে সবার ওপরে ১ নম্বরে আছেন এই ফুটবল জাদুকর।

১৮) বার্সার পরবর্তী ৩টি ম্যাচঃ বার্সেলোনা বনাম সেভিয়া, ২০ অক্টোবর দিবাগত রাত ১২ টা ৪৫ মিনিট; বার্সেলোনা বনাম ইন্টারমিলান, ২৪ অক্টোবর দিবাগত রাত ১টা; বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ, ২৮ অক্টোবর রবিবার রাত ৯টা ১৫ মিনিট।

১৯) বার্সেলোনার পরবর্তী ম্যাচ
⚽ বার্সেলোনা 🆚 সেভিয়া ⚽
🏆 স্প্যানিশ লা লীগা
🏇রাউন্ড: ৯ম গেম উইক
🔛সিজন: ২০১৮-২০১৯
📅 ২১ অক্টোবর ২০১৮ইং
⏰ সময়: শনিবার রাত ১২:৪৫মি
⛳️ ভেন্যু ক্যাম্প ন্যু স্টেডিয়াম
📺 লাইভ: টেন ১/টেন ২ চ্যানেল
📱এন্ড্রয়েট এপঃ WSS, LiveNetTV, SportsTv, Mobdro

 ➧ ➧ ➧ ➧ ➧ ➧

🔘 বাংলাদেশ ফুটবল নিউজঃ ⚽⚽⚽

১) সাফ অনুর্ধ ১৮ মহিলা চ্যাম্পিয়ানশীপের ফাইনালে নেপালের বিপক্ষে ১-০ তে জিতে শিরোপা জিতে নিল বাংলাদেশের মেয়েরা। দলের হয়ে ৪৯ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন মাসুরা পারভীন৷

➧ ➧ ➧ ➧ ➧ ➧

🔘 ট্রান্সফার রিউমারঃ ⚽⚽⚽

১) বার্সেলোনা মিডফিল্ডার রাফিনহো কে এখনো সাইন করাতে চায় ইন্টারমিলান। আগামী ট্রান্সফার উইন্ডো তে মিলান আবারো রাফিনহোর জন্য অফার করবে।

২) ডেনিসকে পেতে অাগ্রহী এসি মিলান। বার্সা ৪০ মিলিয়ন ইউরো দাবি করেছে।

 ➧ ➧ ➧ ➧ ➧

 🔘 অন্যান্য ফুটবল নিউজঃ ⚽⚽⚽

১) ইংলিশ প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলের শীর্ষ্যে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। সমান ২০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় চেলসি এবং তৃতীয় লিভারপুল।

২) সবধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন চেলসির ইংলিশ লিজেন্ড জন টেরি।

৩) ১৭ পয়েন্ট নিয়ে জার্মান বুন্দেসলীগার পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে পাকো অালকাচারের বুরুশিয়া ডর্টমুন্ড। ১৩ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থানে বায়ার্ন মিউনিখ।

৪) রোনালদো ও বেনতানকুরের গোলে উদিনেস কে ২-০ গোলে হারিয়ে লীগে টানা ৮ ম্যাচে জয় তুলে নিল জুভেন্টাস ৷

৫) লা-লীগার ৮ম রাউন্ডে আলাভেসের কাছে ১-০ গোলে হেরে লীগে টানা ৪ ম্যাচে জয় পেতে ব্যর্থ রিয়াল মাদ্রীদ ৷ আলাভেসের হয়ে একমাত্র গোলটি করে গার্সিয়া৷

৬) প্রিমিয়ার লীগে ৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে নিউক্যাসেলকে ৩-২ গোলে হারিয়েছে এই মৌসুমে ধুকতে থাকা ম্যানইউ ৷ ম্যানইউ এর হয়ে গোল করেছেন মাতা, মার্শিয়াল ও সানচেজ এবং নিউক্যাসেল এর হয়ে গোল দুটি করেছেন নিডি ও মুতো ৷

৭) অপর খেলায় ফুলহ্যামকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে মেসুত ওজিল-আবেমেয়াংদের আর্সেনাল৷ এই জয়ের ফলে লীগে টানা ৬ ম্যাচে জয় পেলে আর্সেনাল।

৮) বার্সেলোনার সাবেক স্ট্রাইকার থিয়েরি হেনরিকে প্রিমিয়ার লীগের দল এস্টন ভিলার হেডকোচ হিসেবে আগামী ২০ অক্টোবর সোয়ানসির বিপক্ষের ম্যাচের আগেই নিযুক্ত করা হবে।জন টেরি হবে তার সহকারী কোচ।

৯) প্রিমিয়ার লীগের খেলায় সাউদাম্পটনকে ৩-০ গোলে হারিয়েছে চেলসি।চেলসির হয়ে গোল করেছে হ্যাজার্ড,বার্কলে ও মোরাতা।

১০) ইপিএলে ম্যান সিটি ও লিভারপুলের হাইভোল্টেজ ম্যাচটি গোল শুন্য ড্র হয়েছে। শেষমুহুর্তে পেনাল্টি মিস করেছে ম্যানসিটির রিয়াদ মাহরেজ।

১১) ব্যলন ডিঅর পুরস্কারের জন্য মনোনীত ৩০ সদস্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে ৫ জনের নাম ঘোষণা করেছে ফ্রান্স ফুটবল। তারা হলেনঃ ১/অ্যাগুয়েরো (ম্যানসিটি), ২/আলিসন (লিভারপুল), ৩/গ্যারেথ বেল (রিয়াল মাদ্রীদ), ৪/বেঞ্জেমা (রিয়াল মাদ্রীদ), ৫/ কাভানি (পিএসজি)

১২) প্রিমিয়ার লীগের ক্লাব আর্সেনাল ৩০০মিলিয়নের বিনিময়ে তাদের জার্সি স্পন্সর হিসেবে এডিডাসের সাথে চুক্তি করেছে। পূর্বে অার্সেনালের স্পন্সর ছিল পুমা।

➧ ➧ ➧ ➧ ➧ ➧

🔘 আজকের ম্যাচের সময়সূচীঃ

আগামী ১৯ অক্টোবর পর্যন্ত ইন্টারন্যাশনাল ব্রেকের কারনে টপ ৫ লীগের কোনো খেলা নেই।

 আবারো হাজির হবো ফুটবলের সকল খবরাখবর নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, শুভরাত্রি!

No comments

Powered by Blogger.