Header Ads

Header ADS

কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর আমাদের মাঝে নেই


ওপারে ভাল থাকবেন স্যার😭
কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু আর নেই
___ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন।

"এই রুপালী গিটার ফেলে
একদিন চলে যাব দুরে, বহুদূরে
সেদিন অশ্রু তুমি রেখো
গোপন করে।

মনে রেখো তুমি
কত রাত কত দিন
শুনিয়েছি গান আমি, ক্লান্তিবিহীন
অধরে তোমার ফোঁটাতে হাসি
চলে গেছি শুধু
সুর থেকে কত সুরে।"

এই গানটা কত শুনেছি। কখনো এরকম করে এটার মর্ম বুঝিনি। কি অদ্ভুদ ছিল কথা গুলো; কত অভিমান মিশে ছিল... কেবল আজ বুঝলাম।

 আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক। আমিন।

3 comments:

  1. https://atozworldnewsupdate.blogspot.com/2018/10/blog-post_70.html

    ReplyDelete
  2. https://twitter.com/hashtag/areyouhumanorramos?vertical=default&src=hash

    ReplyDelete

Powered by Blogger.