Header Ads

Header ADS

"আজকের ফুটবল সংবাদ" এবং বার্সালোনা




আজ রবিবারের শিরোনাম একনজরে দেখে নিনঃ  ফুটবল সংবাদ ⚽

🔘 বার্সেলোনা ফুটবল নিউজঃ

 ১) আজ রবিবার রাত পৌনে ১টায় লা লীগায় এওয়ে ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে নামবে আমাদের প্রাণের ক্লাব বার্সেলোনা। ম্যাচটি টিভিতে টেন ২ দেখাবে।

২) সব ধরনের প্রতিযোগিতায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে মেসিঃ ম্যাচ ৩০, গোল ২৪, এসিস্ট ১২। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৩০ ম্যাচে মোট ৩৬ গোলে সরাসরি অবদান মেসির।

৩) আজ বার্সেলোনার সম্ভাব্য একাদশ যেমনটা হতে পারেঃ স্টেগান, সেমেদো, পিকে, লংলে, আলবা, রাকিটিচ, বুসকেটস, অার্থার, কৌটিনহো, মেসি, সুয়ারেজ।

৪) ভ্যালেন্সিয়ার সাথে এওয়ে ম্যাচে বার্সা লাস্ট ৫ খেলার রেজাল্ট (২ জয়,৩ ড্র): ভ্যালেন্সিয়া 0-2 বার্সেলোনা। ভ্যালেন্সিয়া 1-1 বার্সেলোনা। ভ্যালেন্সিয়া 2-3 বার্সেলোনা।  ভ্যালেন্সিয়া 1-1 বার্সেলোনা। ভ্যালেন্সিয়া 1-1 বার্সেলোনা।

৫) বার্সেলোনা লোনী পাকো অালকাচের হ্যাট্রিকে বুন্দেস লীগায় ৪-৩ গোলে জয় পোয়েছে বুরুশিয়া ডর্টমুন্ড। পাকো নৈপুণ্যে বুন্দেসলীগার শীর্ষ্যে বুরুশিয়া ডর্টমুন্ড।

৬) ভ্যালেন্সিয়ার কোচ মার্সেলিনো তার কোচিং ক্যারিয়ারে কখনো বার্সালোনার সাথে জিততে পারে নি। গতরাতে অালাভেজের বিরুদ্ধে ম্যাচে আবার রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারিয়েছে, তাই আজকে সুযোগ বার্সার রিয়ালের সাথে পয়েন্ট ব্যবধান বাড়ানোর।

৭) ভ্যালেন্সিয়ার বিপক্ষে লাস্ট ৫ ম্যাচে অপরাজিত বার্সেলোনা। এর মধ্যে ৪ টি জয় এবং ১ টি ড্র রয়েছে। কোন হার নাই।

৮) মেসিঃ "আর্থার আমাকে জাভির কথা মনে করিয়ে দেয়। তুমি যখন অর্থারকে বল দিবে এবং তুমি  অনুভব করতে পারো যে বলটা ধরে রাখার ক্ষমতা অার্থারের আছে।"

৯) ২০১৮-১৯ সিজনে লিওনেল মেসির পারফরমেন্সঃ ১০ টা অফিশিয়াল ম্যাচ, ১০ টা গোল, ৫  টা এসিস্ট, ৩৩ টা ড্রিবলিং, ৪০ টা চান্স ক্রিয়েট, ৫৭১ টা সঠিক পাস, ২ টা ফ্রি কিক গোল।

১০) পেলেঃ "যদি আমাকে নির্ধারণ করতে হয়, তাহলে রোনালদো থেকে মেসিকেই আমি আমার দলে নেব। কারণ রোনাল্ডো অনেক বেশি সেন্টার ফরোয়ার্ড, যেখানে মেসি অনেক অর্গানাইজড॥"

১১) বার্সার পরবর্তী ৪টি ম্যাচঃ ভ্যালেন্সিয়া বনাম বার্সেলোনা, ৭ই অক্টোবর দিবাগত রাত ১২ টা ৪৫ মিনিট; বার্সেলোনা বনাম সেভিয়া, ২০ অক্টোবর দিবাগত রাত ১২ টা ৪৫ মিনিট; বার্সেলোনা বনাম ইন্টারমিলান, ২৪ অক্টোবর দিবাগত রাত ১টা; বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ, ২৮ অক্টোবর রবিবার রাত ৯টা ১৫ মিনিট।

১২) বার্সেলোনা ম্যাচ ডে
⚽ ভ্যালেন্সিয়া 🆚 বার্সেলোনা ⚽
🏆 স্প্যানিশ লা লীগা
🏇রাউন্ড: ৮ম গেম উইক
🔛সিজন: ২০১৮-২০১৯
📅 ৮ অক্টোবর ২০১৮ইং
⏰ সময়: রবিবার রাত ১২:৪৫মি
⛳️ ভেন্যু মেস্টায়া স্টেডিয়াম
📺 লাইভ: টেন ১/টেন ২ চ্যানেল
📱এন্ড্রয়েট এপঃ Rangdhanu Live, WSS, LiveNetTV, SportsTv, Mobdro

 ➧ ➧ ➧ ➧ ➧ ➧

🔘 বাংলাদেশ ফুটবল নিউজঃ ⚽⚽⚽

শিরোপার স্বপ্ন নিয়ে সন্ধ্যায় মাঠে নামবে বাংলার কিশোরীরা সাফ অনূর্ধ্ব - ১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা নির্ধারনী ম্যাচে ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৭টায় নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

➧ ➧ ➧ ➧ ➧ ➧

🔘 ট্রান্সফার রিউমারঃ ⚽⚽⚽

১) আদ্রিয়ান রাবিয়োট জানুয়ারীর দলবদলের বার্সার মেইন টার্গেট।তিনি পিএসজির সাথে ৯মিলিয়নের কন্ট্রাক্ট রিনিউ করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং তিনি বার্সায় আসতে চান।

২) গুয়াঞ্জো এভারগান্দে নিশ্চিত করেছে যে তারা পোলিনহো কে ৫০ মিলিয়নে চুক্তিতে পার্মানেন্টলি কিনতে চায়।

৩) টটেনহাম মিডফিল্ডার মুসা দেম্বেলের সাথে ক্লাব আর চুক্তি বাড়াতে চাই না। সামনের ট্রান্সফার উইন্ডো তে তাকে ছেড়ে দিতে চাই এই ইংলিশ ক্লাব। মুসা কে এখন চীনের একটা ক্লাব নিতে আগ্রহ প্রকাশ করেছে।

 ➧ ➧ ➧ ➧ ➧

 🔘 অন্যান্য ফুটবল নিউজঃ ⚽⚽⚽

১) মাত্র ৩ম্যাচ খেলে মোট ৬টি গোল করে বার্সেলোনা থেকে লোনে যাওয়া পাকো আলকাসার এখন পর্যন্ত
বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতা।

২) আজ অ্যাটলেটিকো মাদ্রিদের স্পেনিশ স্ট্রাইকার ডিয়েগো কস্তার শুভজন্মদিন।

৩) রিয়াল মাদ্রিদ তাদের শেষ ৪ ম্যাচের ৩টি তে হার ও ১টি তে ড্র করেছে। লা-লিগায় তারা সেভিয়ার বিপক্ষে হেরেছে ৩-০ গোলে, মাদ্রিদ ডার্বি তে গোল শূন্য ড্র, চ্যাম্পিয়ন্স লীগে মস্কোর বিপক্ষে ১-০ তে হার এবং গতরাতে আলাভেজের বিপক্ষেও ১-০ তে হেরেছে।

৪) ২০১১-১২সিজনে থেকে ইপিএলে এভারটন প্লেয়ার গিলফি সিগার্ডসনের আউট সাইড বক্স থেকে মোট ১৯টি গোল করেন যা সর্বোচ্চ ইপিএলে।

৫) বুন্দেসলীগায় ৬টি এসিস্ট করে সর্বোচ্চ এসিস্টদাতা ১৮বছর বয়সী জ্যাডন সানচো। টপ ৫ লীগে কোনো ইংলিশ প্লেয়ার ই তার সমান এখন পর্যন্ত এসিস্ট করতে পারেনি এই সিজনে।

৬) সানচেজের গোলে নিউকিস্টাল ইউনাইটেড এর সাথে ৩-২ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

৭)  হারের চক্র থেকে বের হতে পারছে না রিয়াল মাদ্রিদ। লা লিগায় আবারো হেরেছে লুকা মড্রিচের দল। স্পেনের সবচেয়ে সফল ক্লাবকে ১-০ গোলে হারিয়ে স্মরণীয় জয় পেয়েছে দেপোর্তিভো আলাভেস।

৮) ইপিএলের শীর্ষে ওঠার লড়াইয়ের সুপার হাইভোল্টেজ ম্যাচে, মুখোমুখি দুই জায়ান্ট লিভারপুল আর ম্যানচেস্টার সিটি। অ্যানফিল্ডে দু'দলের দ্বৈরথ মাঠে গড়াবে রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।

৯) সন্ধ্যা সোয়া ৭টায় চেলসির প্রতিপক্ষ সাউদাম্পটন।  লিভারপুল সিটি দ্বৈরথে নজর থাকবে টেবিলের ৩ এ থাকা চেলসিরও। কারণ সাউদাম্পটনের বিপক্ষে বড় জয় পেলে আর এ দু'দলের ম্যাচ ড্র হলে টেবিলের শীর্ষে উঠবে তারা।

১০) ১৯৮৯/৯০ মৌসুমের পর আর কখনও ইংলিশ লিগ টাইটেল না জেতা অলরেডদের এবারের শুরুটা দূর্দান্ত। ৭ ম্যাচের ৬টিতে জয়। ১৯ পয়েন্ট আর গোল ব্যবধানে পিছিয়ে টেবিলের ২ নম্বরে। শীর্ষে ওঠার লড়াইটা সমান পয়েন্ট নিয়ে টেবিল টপার বর্তমান চ্যাম্পিয়ন সিটিজেনদের বিপক্ষেই।

➧ ➧ ➧ ➧ ➧ ➧

🔘 আজকের ম্যাচের সময়সূচীঃ

ইংলিশ প্রিমিয়ার লিগঃ

ফুলহাম বনাম আসের্নাল
বিকাল ৫.০০ মিনিট
সরাসরি স্টার স্পোটর্স সিলেক্ট ১
সাউদাম্পটন বনাম চেলসি
সন্ধ্যা ৭.১৫ মিনিট
সরাসরি স্টার স্পোটর্স সিলেক্ট ১
লিভারপুল বনাম ম্যানসিটি
রাত ৯.৩০ মিনিট
সরাসরি স্টার স্পোটর্স সিলেক্ট ১

লা লিগাঃ

অ্যাতলেটিকো বনাম রিয়াল বেটিস
রাত ৮.১৫ মিনিট
সরাসরি সনি টেন ২
সেভিয়া বনাম সেল্টা ভিগো
রাত ১০.৩০ মিনিট
সরাসরি সনি টেন ২
ভ্যালেন্সিয়া বনাম বার্সেলোনা
রাত ১২.৪৫ মিনিট
সরাসরি সনি টেন ২

বুন্দেসলিগাঃ

লেইপজিগ বনাম নুরেমবার্গ
রাত ৯.৪৫ মিনিট
সরাসরি স্টার স্পোর্টস সিলেক্ট ২

সিরি-এ R8:

#এসিমিলান বনাম চিয়েভো
সন্ধা ৭.০০ টায়
সরাসরি:টেন-১, টেন-১ এইচডি;
#নপোলি বনাম সাসুউলো
রাত ১০.০০ টায়
সরাসরি:টেন-১, টেন-১ এইচডি;
#স্পাল বনাম ইন্টার
রাত ১২.৩০ মিনিটে
সরাসরি:টেন-১, টেন-১ এইচডি;

লীগ-১ R9:

#মোনাকো বনাম রেনেস
রাত ৯.০০ টায়
সরাসরি:beIN SPORTS 2, beIN SPORTS HD 1

পিএসজি বনাম লিয়ন
রাত ১.০০ টায়;
সরাসরি: beIN SPORTS 2, Arena Sports 3;

➧ ➧ ➧ ➧ ➧ ➧

🔘  আগামীকাল আবারো হাজির হবো ফুটবলের সকল খবরাখবর নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, শুভরাত্রি! 😍

1 comment:

Powered by Blogger.